A B/O or Beneficiary Owner Account facilitates trading (buy or sell) of securities. You need a B/O account to start trading in the capital market. বি / ও হিসাবের মাধম্যে সিকিউরিটিজ (শেয়ার, বন্ড ইত্যাদি) ক্রয়-বিক্রয় করা হয়। পুঁজিবাজারে লেনদেনের জন্য বি/ও হিসাব আবশ্যক।
You can open a B/O account with us from home without coming to our branch office. অনলাইন একাউন্ট ওপেনিং প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি ঘরে বসেই বি/ও হিসাব খুলতে পারবেন। এক্ষেত্রে আমাদের শাখায় আসার প্রয়োজন নেই।
Please call our Digital Service Officer at +8801313770099, if you face problem at any stage of account opening. একাউন্ট খোলার সময় যেকোনো সমস্যায় পড়লে আমাদের ডিজিটাল সার্ভিস অফিসারকে কল করুন +৮৮০১৩১৩৭৭০০৯৯ নম্বরে।
Sorry. As per regulatory requirement, you must have a bank account in order to open a B/O Account. দুঃখিত। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুসারে, বি /ও হিসাব খোলার পূর্বে আপনার অবশ্যই ব্যাংক হিসাব থাকতে হবে।
Yes. You can. Click on Already Applied option to complete the process. হ্যাঁ। আপনি আবেদনটি সম্পন্ন করতে 'আবেদন হয়েছে' অপশনটিতে ক্লিক করুন।
Yes. You can open one 'Single' account and one 'Joint' account with us. হ্যাঁ। আপনি আমাদের সাথে একটি একক হিসাব এবং একটি যৌথ হিসাব খুলতে পারবেন।
Our Digital Service officer will call you and send you an confirmation email. You can track the status online. Click on 'Track Status' tab. আমাদের ডিজিটাল সার্ভিস অফিসার আপনাকে কল করবেন এবং আপনার ইমেইলে একটি কনফার্মেশন এস এম এস পাঠানো হবে। আপনি অনলাইনেও আবেদনের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। সেক্ষেত্রে ক্লিক করুন "আবেদনের পরিস্থিতি " অপশনটিতে।
At first, you have to open a new B/O or Link B/O account with us. You can later request us to convert your cash account to margin account, subject to the organization's policy. সর্বপ্রথম আপনাকে নতুন অথবা লিংক বি / ও হিসাব খুলতে হবে। তারপর আপনার একাউন্টটি মার্জিনে রূপান্তর করার জন্য আমাদের জানান। কোম্পানির পলিসি অনুসারে আপনার আবেদনটি গৃহীত হবে।
Once your account B/O is open, you have to deposit money via Bank Transfer/Cheque before you start trading. We will send you an email describing how deposit the fund in your B/O account. আপনার বি /ও হিসাবটি খোলার পর, পুঁজিবাজারে লেনদেনের পূর্বে আপনাকে ব্যাংক ট্রান্সফার বা চেকের মাধ্যমে টাকা জমা দিতে হবে। আমরা আপনাকে ইমেইলে অবগত করবো কিভাবে বি/ও হিসাবে টাকা জমা দিতে হয়।
সর্বস্বত্ব আইডিএলসি দ্বারা সংরক্ষিত; ২০২২-২০২৩ ALL RIGHTS RESERVED BY IDLC 2022-2023